রবিবার ০৪ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | মেক্সিকোর উপর আপাতত শুল্ক আরোপ স্থগিত আমেরিকার! ঢোক গিললেন ট্রাম্প-নাকি পড়শি দেশকে বার্তা?

RD | ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ২২ : ০৭Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: ঢোর গিললেন ট্রাম্প? সোমবার শেষ মুহূর্তের আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট  মেক্সিকোর উপর আরোপিত শুল্ক  এক মাসের জন্য স্থগিত রাখলেন। তবে, কানাডার সঙ্গে শুল্ক আরোপ ইস্যুতে আলোচনার কোনও অগ্রগতি হয়নি বলেই হোয়াইট হাউস সূত্রে খবর। ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কা থেকেই গেল।

বিশ্ববাজারে মন্দার কারণে,ট্রাম্প এবং মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম দুই দেশের সীমান্তে ১০হাজার সৈন্য পাঠাতে সম্মত হয়েছেন। তারপরই আরোপিত চড়া হারে শুল্ক  বন্ধের ঘোষণা করেছে হোয়াইট হাউস। এই সেনাদের কাজ হবে আমেরিকায় মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। ফেন্টানিল পাচার নিয়ে ট্রাম্প বরাবরই উদ্বেগ প্রকাশ করে এসেছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নেটওয়ার্কে বলেছেন যে, "খুব বন্ধুত্বপূর্ণ কথোপকথন হয়েছে মেক্সিকান প্রেসিডেন্টের সঙ্গে। আগামী এক মাসের জন্য আরোপিত বর্ধিত হারে শুল্ক অবিলম্বে স্থগিতে সম্মত হয়েছি।" ট্রাম্পের এই পদক্ষেপর পরই বামপন্থী শেইনবাউম বলেছেন যে, "আমাদের সম্পর্ক এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাল আলোচনা হয়েছে।" শেইনবাউম জানান, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর একটি চুক্তি হওয়ার পরই শুল্কারোপের সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। শেইনবাউমের দাবি, আনেরিকাও উচ্চ-ক্ষমতাসম্পন্ন অস্ত্র মেক্সিকোয় পাচার ঠেকাতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে।

চিন ছাড়াও ট্রাম্প গত শনিবার কানাডা এবং মেক্সিকোর পণ্যের উপর ২৫ শতাংশ হারে শুল্ক চাপানোর ঘোষণা করেন। এর ফলে তিনটি দেশই কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেয়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আমেরিকান পণ্যের উপর পাল্টা ২৫ শতাংশ করের কথা ঘোষণা করেন। একই পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল মেক্সিকোও।

আমেরিকার বাণিজ্যিক পণ্যের একটা বড় অংশের লেনদেন হয় কানাডা এবং মেক্সিকোর সঙ্গে। এই পরিস্থিতিতে এই দুই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সঙ্গী যদি আমেরিকার দিক থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তবে সমস্যায় পড়তে হতে পারে আমেরিকার সাধারণ মানুষকে। ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে আমেরিকায় ফল-সবজি, শস্য, মাংস, গাড়ি, যানবাহনের যন্ত্রপাতি, মদ, বিয়ার, ইস্পাত, বৈদ্যুতিক যন্ত্রপাতি, আসবাবপত্র, নির্মাণসামগ্রী এবং বিদ্যুতের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের নীতির ফলে তারা পাল্টা আমেরিকান পণ্যে শুল্ক চাপালে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। সে ক্ষেত্রে বড়সড় অর্থনৈতিক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে বিশ্ব। 

সব বুঝেও কেন আমেরিকানদের বিপদের মুখে ঠেলে দিলেন ট্রাম্প? এই প্রশ্নই উঠছিল বার বার। পাল্টা হোয়াইট হাউসের যুক্তি হল যে, আমেরিকায় বেআইনি অভিবাসন সংক্রান্ত সমস্যা কমাতেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ। অভিযোগ, কানাডা এবং মেক্সিকো থেকে প্রতি বছর বহু মানুষ বেআইনি ভাবে কাঁটাতার পেরোন এবং আমেরিকায় ঢুকে পড়েন। এতে আখেরে আমেরিকার ক্ষতি হচ্ছে। ক্ষমতায় আসার পর ট্রাম্প এই সমস্ত বেআইনি অভিবাসীদের চিহ্নিত করে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করেছেন। কানাডা এবং মেক্সিকো এই অভিবাসন ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষের করেনি বলে ট্রাম্প মনে করেন। সেই কারণেই তাদের উপর শুল্ক চাপিয়েছেন তিনি।

উত্তপ্ত এই আবহেই ট্রাম্প ও শেইনবাউমের কথা হয়। তারপরই মেক্সিকোর উপর শিল্র আরোপের সিদ্ধান্ত এক মাস স্থগিত রাখার কথা জানানো হয়।


donaldtrumptariffusmexicomexico

নানান খবর

নানান খবর

চলেছিল মাত্র কয়েক মিনিট! এই যুদ্ধ ইতিহাসের পাতায় সবচেয়ে স্বল্প-মেয়াদী বলে পরিচিত, জানেন কাদের মধ্যে হয়েছিল?

'ফাঁকা হুমকি' কেবল পাকিস্তানিদের মধ্যে ভয়েরই বহিঃপ্রকাশ, পাক প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারির পাল্টা বিজেপির

পাকিস্তানের 'বেপরোয়া উস্কানি'! ৪৫০ কিমি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি ইসলামাবাদের

'সিন্ধুর জল আটকাতে ভারত বাঁধ বানালে ধ্বংস করে দেব', পাক-মন্ত্রী আসিফের মুখে ফের গরমাগরম বুলি

সকাল থেকে ভোটের লাইনে অস্ট্রেলিয়াবাসী, কারও দেহে নেই একটি সুতোও! কেন

এভাবেও টাকা কামানো যায়, 'গরম বিছানা' ভাড়া দিয়ে মাসে আয় ৫০ হাজার ডলার!

ভলগোগ্রাদ বিমানবন্দরের নাম পাল্টে 'স্টালিনগ্রাদ আন্তর্জাতিক বিমানবন্দর' করলো রাশিয়া

মার্কিন দেশে অতিমারি! ভয়ের চোটে ঘুম উড়ল ট্রাম্প প্রশাসনের

এশিয়ান শিল্পীদের প্রয়াস আমেরিকাতে, নানা দেশের সংস্কৃতি ফুটে উঠল প্রদর্শনীতে

পৃথিবী থেকে হারিয়ে যাবে মানুষ, কেন এই অশনি ইঙ্গিত দিলেন গবেষকরা

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ৩ জুন, পদত্যাগ করলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু

পাহালগাঁও হামলার পর লস্কর প্রধান হাফিজ সইদের নিরাপত্তা চারগুণ বৃদ্ধি, কড়া নজরদারি লাহোরে

সপ্তাহে ১১০ ঘণ্টা করে হাসপাতালে ভর্তি, তাতেও তিরস্কার? কাজ হারালেন কর্মী

‘বন্ধু’ ব্যাকটেরিয়ার কাছে হারবে মারণ ভাইরাস, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

প্লাস্টিক দূষণে কাঁপছে পৃথিবী, কী করবে রাশিয়ার এই জাহাজ

সোশ্যাল মিডিয়া